লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

বন্ধ করুন ফেসবুকের অটো ভিডিও প্লে অপশন

মোবাইলে ডাটা কিনে ফেসবুক চালাচ্ছেন ,Facebook এর একটি চমৎকার ফিচার ভিডিও স্ট্রিমিং। ফেসবুক ব্যবহারকারীরা কোন মাজাদার ঘটনার ভিডিও পাবলিশ করতে পারে তাদের বন্ধু ও অনুসরণকারীদের কাছে।  ঠিকমত টাইমলাইন ও চেক করতে পারলেন না পেইজ স্ক্রল করার সময় একেক পেজ বা প্রোফাইলের শেয়ার করা ভিডিও অটো প্লে হয়ে যায় , মেগাবাইট তখন মহাবেগে কাটতে থাকে । অনেকের কাছে এই ব্যাপারটা খুবই বিরক্তিকর 
তাহলে এবার অফ করে দেই ফেসবুকের অটো ভিডিও প্লে ফিচারটি ।  এই সমস্যা থেকে বাঁচতে নিচের পদ্ধতিটি অনুসরণ করুন। 
১)প্রথমে আপনার ফেসবুকের Account টি আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
২)সেটিংস অপশনে যান 
৩)বাম পাশের প্যানেলে Videos ট্যাবে ক্লিক করুন। Video Settings ডানদিকে দেখা যাবে। ওখানে দুটি Video Default Quality ও Auto-Play Videos এখন Auto-Play Videos এর ডান দিকে ড্রপডাউন বাটন থেকে Off সিলেক্ট করুন

তাহলেই বন্ধ হয়ে যাবে অটো প্লে অপশন , তারপর থেকে আপনি আপনার পছন্দের ভিডিও প্লে দিলেই দেখবেন , অজথা আর কোন ভিডিও চালু হবে না