লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

পাসওয়ার্ড দিয়ে ড্রাইভ বা পেনড্রাইভ লক করুন কোন আলাদা সফটওয়্যার ছাড়াই

ফাইল আদান প্রদানের জন্য পেনড্রাইভ একটি গুরুত্ব পূর্ন ডিভাইস । মাঝে মাঝে নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ড্রাউভ বা ডিভাইসে পাসওয়ার্ড প্রটেকশন ব্যাবহার করতে হয়। অনেকেই এর জন্য বিভিন্ন এপস ব্যাবহার করেন, কিন্তু মজার কথা হচ্ছে। উইন্ডোজ এর ই কিন্তু ড্রাইভ পাসওয়ার্ডের নিজস্ব প্রটেকশন সিস্টেম আছে যা অনেকের চোখে পড়লেও ব্যাবহার করা হয়নি হয়ত । সেই ফিচারটি হল  BitLocker ।
অনেকেরই পরিচিত লাগছে নামটি , হ্যা। ঠিক ধরেছেন , কন্ট্রোল প্যানেলেই তালার একটি ছবি দিয়ে এই অপশনটি আছে ।
প্রথমেই আপনার পেনড্রাইভটি কম্পিউটারে  প্রবেশ করান  অথবা যে ড্রাইভ লক করবেন তাতে  মাউজ দিয়ে রাইট ক্লিক করুন , Turn on BitLocker নামের একটি অপশন আসবে সেটি সিলেক্ট করুন, পাসওয়ার্ড দিন , নেক্সট দিয়ে ফিনিশ দিন । ব্যাস তারপরই আপনার ড্রাইভ বা কম্পিউটার ড্রাইভে ঢুকতে গেলেই পাসওয়ার্ড চাইবে , 
এই অপশনটি অফ করতে চাইলে কন্ট্রোল প্যানেলের BitLocker অপশনে যান ।