লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

কিবোর্ড দিয়ে কন্ট্রোল করুন মাউস পয়েন্টার

 মাঝে মাঝে মাউসে প্রব্লেম দেখা দিলে কম্পিউটার ব্যাবহারকারীরা  বিভিন্ন সমস্যার সম্মুক্ষীন হন , খুব দরকারী কাজ আজকের মধ্যেই শেষ করা লাগবে কিন্তু  আশে পাশে কম্পিউটারের দোকান নেই 
এমন অবস্থায় মাত্র ২ মিনিটে কারো কাছ থেকে মাউস নিয়ে কিছু অপশন পরিবর্তন করলেই বাকি সময় আপনি মাউস পয়েন্টারের কাজ করতে পারবেন কিবোর্ড দিয়ে , 

কন্ট্রোল প্যানেলে যান  এবার এখানে Ease of Access Center-এ ক্লিক করুন , যদি এই নামে কোন  আইকন না পান তাহলে, প্রথমে উপরে View by থেকে Classic view নির্বাচন করে দিন। তাহলেই  Ease of Access Center  আইকনটি দেখতে পাবেন । Make the mouse easier to use-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে এখানে Turn on Mouse Keys-এ টিক চিহ্ন দিন। Setup Mouse Keys-এ ক্লিক করে Pointer speed-এর Top Speed থেকে Low এবং High-এর মাঝে প্রয়োজনমতো কারসর নড়ানোর সুবিধাজনক অবস্থান নির্ধারণ করে দিন। এবার কাজ শেষে Apply-এ ক্লিক করে ওকে করে বের হয়ে আসুন।   কাজ হয়ে গেছে  .
num Lock অন করা আছে কিনা চেক করে নিন , তার কারন হল আপনার কীবোর্ডের নাম লকের বাটন দিয়েই মাউজ পয়েন্টার  এর কাজ করা যাবে , কীবোর্ডে  তীর চিহ্ন দিয়ে দেয়া আছে  কোন নাম্বার কিসের কাজ করে ,  লেফট ক্লিক এর জন্য ৫  এবং ডাবল ক্লিকের জন্য +  বাটনটি চাপুন , রাইট ক্লিকের জন্য ডান পাশের CTRL বাটন ব্যাবহার করুন  । ব্যাবহারে অসুবিধা হলে  Ease of Access Center এ গিয়ে স্পিড  নির্ধারন করে আসুন ।
উইন্ডোজ ৮ এবং ১০ এ  একই নিয়মে আপনি এটি সেট করতে পারবেন । 
এখন যদি আপনার এই কাজে মাউজ ২ মিনিটের জন্যও আনার ব্যবস্থা না থাকে তখন কি করবেন?  উপরের পদ্ধতি ভুলে যান , কীবোর্ডের বাম পাশের  Alt এবং Shift  কী একত্রে চাপুন একটি পপ আপ উইন্ডো আসবে , ওকে দিন , কাজ হয়ে যাবে 
তবে এক্সপি ইউজাররা একটু ব্যাতিক্রম ভাবে কাজ করতে হবে  , কন্ট্রোল প্যানেলে গিয়ে ওপরে ডানে View by থেকে Classic view নির্বাচন করে দিন। তালিকায় থাকা Accessibility Options-এ ক্লিক করে পরের উইন্ডো থেকে মাউস ট্যাবে ক্লিক করুন। এখানে Use mouse keys-এ টিক চিহ্ন দিয়ে Apply -এ ক্লিক করে আবার ওকে করে বের হয়ে আসুন।

কী বোর্ডের ছোট খাট কয়েকটি বাটন কাজ করছে না , সমস্যা নেই , স্টার্ট মেনু থেকে run অপশনে যান , অথবা উইন্ডোজ + R  চাপুন  run  আসবে 
সেখানে লেখুন OSK  এন্টার দিন তাহলেই একটি কিবোর্ড আপনার স্ক্রীনে চলে আসবে 
OSK এর পুর্নরুপ হচ্ছে  On Screen Keyboard