পর্ন কিভাবে ড্রাগের মত ইফেক্ট করে?
কোকেইন এবং পর্নের মধ্যে সাধারণত তেমন কোন মিল পাওয়া যায়না। একটি পাওয়া যায় জীর্ণ চিপা চুপায়; আরেকটি ফ্রিতে ডাউনলোড করা যায়। একটির অভ্যাস খুব দ্রুত প্রবল হতে থাকে, যেখানে অন্যটি নির্ভর করে হাই স্পিড ইন্টারনেট কানেকশন এর মূল্যের উপর।
তাহলে মিলটা কোথায়?
.
মিলটা হচ্ছে ব্রেইনের ভিতর[1]।
.
আপনি যদি একজন নিউরোসার্জন নাও হয়ে থাকেন তারপরও এই আর্টিকেলটির মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আমাদের ব্রেইন কিভাবে কাজ করে। নিউরাল সায়েন্স রিলেটেড এই ফ্যাক্টগুলো আপনি যত ভালোভাবে বুঝবেন পর্নের প্রতি আপনার ততো অনীহা সৃষ্টি হবে। আমাদের ব্রেইনের গভীরে "reward pathway" বা পুরস্কার তৈরীর পথ [2] বলে একটি ব্যাপার থাকে। এই রিওয়ার্ড প্যাথওয়ে এর কাজটা তার নামের মতোই, এটা আপনাকে ঠিক সেভাবে পুরস্কৃত করে যেভাবে সে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল। জটিল লাগছে ব্যাপারটা? আপনার সুবিধার জন্য আরেকটু স্পেসিফিকালি বলছি, ব্রেইনের এই সার্কিটটি আপনাকে রিওয়ার্ড দেয় যখন আপনি এমন কিছু করেন যা আপনার জীবনকে অগ্রসর করে, যেমনঃ ভালো কিছু খাওয়া বা কিছু পাবার জন্য কঠোর পরিশ্রম করা[3]। আর এই পুরস্কার প্রদানের জন্য এটা আপনার ব্রেইনে কিছু কেমিক্যাল নির্গত করে। এদের মধ্যে সাধারণত যে কেমিক্যালটি রিলিজ হয় তার নাম হচ্ছে ডোপামিন, কিন্তু অক্সিটোসিন এর মতো অন্য কেমিক্যালও রিলিজ করে থাকে [4]।
সাধারণত, এই কেমিক্যালগুলো পাইকারি হারে উৎপন্ন হয়। অর্থাৎ, পরিতৃপ্তি পাওয়া যায় এমন যে কোন কিছুতেই তারা উৎপন্ন হয়ে বসে থাকবে। আল্লাহ সুবহান ওয়াতাআলা ঠিক এমনভাবেই এদের সৃষ্টি করেছেন। এদের কাজ আমাদের পরিতৃপ্তি অনুভব করানো, অন্য মানুষদের সাথে সম্পর্ক তৈরীতে সাহায্য করা এবং আনন্দ বা মজা দেয় এমন কোন কাজের কথা আমাদের মনে করিয়ে দেয়া [5]। তবে সমস্যা হচ্ছে, এই রিওয়ার্ড প্যাথওয়ে হাইজ্যাকড্ (hijacked) হতে পারে [6]।
কোকেইন এবং আফিম জাতীয় ড্রাগগুলো অনেক বেশী পরিমানে ডোপামিন নির্গত করার জন্য রিওয়ার্ড প্যাথওয়েকে উস্কে দেয়ার মাধ্যমে নেশাখোরদের যেভাবে মাতাল করে নাকানিচুবানি খাওয়ায় তার জন্য একজন নেশাখোরের তেমন কোন কষ্ট করা লাগেনা [7]। অন্য কোন জিনিসটি এমন করে থাকে চিন্তা করুন তো?
.
পর্ন [8]।
.
এবং আপনার ব্রেইনে বয়ে যাওয়া ডোপামিনের বন্যা, ক্ষনিকের সন্তুষ্টি দানের চেয়েও বেশী কিছু করে থাকে। ব্রেইনে পালসে্র মধ্য দিয়ে প্রবাহিত হয়ে, ডোপামিন পুরস্কার পাওয়ার নতুন প্যাথওয়ে বা রাস্তা তৈরী করে, যা একজন ইউজারকে আগের সেই কাজটাতেই ফিরিয়ে নিয়ে যায় যে কাজের মাধ্যমে কেমিক্যালটা নির্গত হয়েছিল [9]।
একজন ড্রাগ বা পর্ন ইউজার যত বেশী ড্রাগ নেয় বা পর্ন দেখে, তাদের ব্রেইনে এই প্যাথওয়েগুলো তত বেশী তৈরী হয়, ড্রাগ/পর্ন ইউজকে সহজ থেকে সহজতর করতে থাকে। যার ফলে একজন মানুষ বার বার ড্রাগ নিতে বা পর্ন দেখতে ফিরে আসে, যদিও তারা তা চায়না [10]।
সময়ের সাথে, অবিরত কেমিক্যালগুলো অতিরিক্ত মাত্রায় পরিপূর্ণ হয়ে যাওয়ার ফলে ব্রেইনে অন্যান্য পরিবর্তনও ঘটে থাকে। একজন নেশাখোর আগের চেয়ে বেশী মজা পাওয়ার জন্য বা ক্ষনিকের জন্য ভালো অনুভূতি পেতে অনেক বেশী ড্রাগ নিতে থাকে, পর্ন ইউজাররা খুব দ্রুত এর প্রতি আসক্ত হয়ে যায় কারন তাদের ব্রেইন অতিমাত্রায় ডোপামিনে ডুবে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায় [11]।
অন্যকথায়, যদিও পর্ন ব্রেইনে ডোপামিন নির্গত করতে থাকে, একজন ব্যবহারকারী এর ইফেক্ট তেমন একটা বুঝতে পারেনা।
এর কারণ হলো, অতিরিক্ত ডোপামিন এর বোঝা থেকে নিজেকে প্রটেক্ট করার জন্য ব্রেইন কিছু কেমিক্যাল (এক্ষেত্রে ডোপামিন) রিসেপ্টর কমিয়ে ফেলে[12]।
কম রিসেপ্টর থাকায় ব্রেইন মনে করে ডোপামিনের পরিমান কমে গেছে এবং একই মাত্রার পর্ন ইউজারকে আগের মতো উত্তেজনা দেয়না। যার ফলে-
-অনেক পর্ন ইউজাররা আরো বেশী পর্ন খোঁজে,
-অনেকে প্রায়সময়ই খোঁজে বা
-আরো এক্সট্রিম পর্ন খোঁজে বা
অনেকের ক্ষেত্রে এই তিনটিই কাজ করে, যাতে বেশী ডোপামিন উৎপন্ন করে উত্তেজনা ফিরে পাওয়া যায় [13]।
এবং যখন একজন পর্ন ইউজার তার ব্রেইনে পালস্ এর মধ্য দিয়ে প্রবাহিত হওয়া কেমিক্যালগুলোর সাথে অভ্যস্ত হয়ে যায় এবং বুঝতে পারে যে সে অ্যাডিক্টেড, তখন তার মধ্যে এই অভ্যাসটা প্রত্যাহার করতে চাওয়ার প্রবনতা তৈরী হয়, যেমনটা একজন ড্রাগ ইউজারের ক্ষেত্রে হয়ে থাকে [14]।
মানুষ প্রায়ই মনে করে পর্ন এমন একটি জিনিস যা সর্বকালেই ছিল। তবে এখনকার পর্নের ভার্সন পুরোই আলাদা। ইন্টারনেটকে ধন্যবাদ, পর্ন এখন মিশে যাচ্ছে শক্তিশালী ডোপামিনের সাথে, এর সাথে নতুনত্ব, শক এবং সারপ্রাইজ এর ককটেল যুক্ত হয়ে ব্রেইনে বইয়ে দিচ্ছে ডোপামিনের জোয়ার [15]। পর্নের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এর বিশাল ক্যাটেগরি বা ভ্যারিয়েশন, এক পর্নস্টারের উপর যখন ইন্টারেস্ট ডাউন খায় তখন ইউজাররা খুব সহজেই পেয়ে যায় আরো এক ডজন নতুন পর্নস্টার যারা ঘন্টার পর ঘন্টা তাদের ডোপামিন লেভেলকে চাঙ্গা রাখে।
ইউ.এস. সিনেট কমিটিকে, ডঃ জেফারি স্যাটিনোভার পর্নের ইফেক্ট নিয়ে বলেন, "আমরা যেন নতুন এক হিরোইনের উদ্ভব ঘটিয়েছি..যা নিজের ঘরে সম্পূর্ণ প্রাইভেসির মধ্যে ব্যবহারযোগ্য এবং চোখের মাধ্যমে সরাসরি চলে যাচ্ছে ব্রেইনে" [16]।
#TeamFAD
রেফারেন্সঃ
.
[1] Pitchers, K. K., Vialou, V., Nestler, E. J., Laviolette, S. R., Lehman, M. N., and Coolen, L. M. (2013). Natural and Drug Rewards Act on Common Neural Plasticity Mechanisms with DeltaFosB as a Key Mediator. Journal of Neuroscience 33, 8: 3434-3442; Hilton, D. L. (2013). Pornography Addiction—A Supranormal Stimulus Considered in the Context of Neuroplasticity. Socioaffective Neuroscience & Psychology 3:20767; Hilton, D. L., and Watts, C. (2011). Pornography Addiction: A Neuroscience Perspective. Surgical Neurology International, 2: 19. (http://
[2] Hilton, D. L., and Watts, C. (2011). Pornography Addiction: A Neuroscience Perspective. Surgical Neurology International, 2: 19; (http://
[3] Bostwick, J. M. and Bucci, J. E. (2008). Internet Sex Addiction Treated with Naltrexone. Mayo Clinic Proceedings 83, 2: 226–230; Balfour, M. E., Yu, L., and Coolen, L. M. (2004). Sexual Behavior and Sex-Associated Environmental Cues Activate the Mesolimbic System in Male Rats. Neuropsychopharmacology 29, 4:718–730; Leshner, A. (1997). Addiction Is a Brain Disease and It Matters. Science 278: 45–7.
[4] Hedges, V. L., Chakravarty, S., Nestler, E. J., and Meisel, R. L. (2009). DeltaFosB Overexpression in the Nucleus Accumbens Enhances Sexual Reward in Female Syrian Hamsters. Genes Brain and Behavior 8, 4: 442–449; Bostwick, J. M. and Bucci, J. E. (2008). Internet Sex Addiction Treated with Naltrexone. Mayo Clinic Proceedings 83, 2: 226–230; Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books, 108; Mick, T. M. and Hollander, E. (2006). Impulsive-Compulsive Sexual Behavior. CNS Spectrums, 11(12):944-955; Nestler, E. J. (2005). Is There a Common Molecular Pathway for Addiction? Nature Neuroscience 9, 11: 1445–1449; Leshner, A. (1997). Addiction Is a Brain Disease and It Matters. Science 278: 45–7.
[5] Bostwick, J. M. and Bucci, J. E. (2008). Internet Sex Addiction Treated with Naltrexone. Mayo Clinic Proceedings 83, 2: 226–230; Paul, P. (2007). Pornified: How Pornography Is Transforming Our Lives, Our Relationships, and Our Families. New York: Henry Hold and Co., 75; Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books, 107; What Is Oxytocin, Psychology Today,http://
[6] Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books, 106;
Kauer, J. A., and Malenka, J. C. (2007). Synaptic Plasticity and Addiction. Nature Reviews Neuroscience 8: 844–858; Mick, T. M. and Hollander, E. (2006). Impulsive-Compulsive Sexual Behavior. CNS Spectrums, 11(12):944-955; Nestler, E. J. (2005). Is There a Common Molecular Pathway for Addiction? Nature Neuroscience 9, 11: 1445–1449; Leshner, A. (1997). Addiction Is a Brain Disease and It Matters. Science 278: 45–7.
[7] Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books, 106; Nestler, E. J. (2005). Is There a Common Molecular Pathway for Addiction? Nature Neuroscience 9, 11: 1445–1449.
[8] Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books, 106;
Nestler, E. J. (2005). Is There a Common Molecular Pathway for Addiction? Nature Neuroscience 9, 11: 1445–1449.
[9] Hilton, D. L. (2013). Pornography Addiction—A Supranormal Stimulus Considered in the Context of Neuroplasticity. Socioaffective Neuroscience & Psychology 3:20767; Pitchers, K. K., Vialou, V., Nestler, E. J., Laviolette, S. R., Lehman, M. N., and Coolen, L. M. (2013). Natural and Drug Rewards Act on Common Neural Plasticity Mechanisms with DeltaFosB as a Key Mediator. Journal of Neuroscience 33, 8: 3434-3442; Hedges, V. L., Chakravarty, S., Nestler, E. J., and Meisel, R. L. (2009). DeltaFosB Overexpression in the Nucleus Accumbens Enhances Sexual Reward in Female Syrian Hamsters. Genes Brain and Behavior 8, 4: 442–449; Hilton, D. L., and Watts, C. (2011). Pornography Addiction: A Neuroscience Perspective. Surgical Neurology International, 2: 19; (http://
Miner, M. H., Raymond, N., Mueller, B. A., Lloyd, M., Lim, K. O. (2009). Preliminary Investigation of the Impulsive and Neuroanatomical Characteristics of Compulsive Sexual Behavior. Psychiatry Research 174: 146–51; Angres, D. H. and Bettinardi-Angres, K. (2008). The Disease of Addiction: Origins, Treatment, and Recovery. Disease-a-Month 54: 696–721; Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books, 107.
[10] Angres, D. H. and Bettinardi-Angres, K. (2008). The Disease of Addiction: Origins, Treatment, and Recovery. Disease-a-Month 54: 696–721; Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books, 102.
[11] Pitchers, K. K., Vialou, V., Nestler, E. J., Laviolette, S. R., Lehman, M. N., and Coolen, L. M. (2013). Natural and Drug Rewards Act on Common Neural Plasticity Mechanisms with DeltaFosB as a Key Mediator. Journal of Neuroscience 33, 8: 3434-3442; Angres, D. H. and Bettinardi-Angres, K. (2008). The Disease of Addiction: Origins, Treatment, and Recovery. Disease-a-Month 54: 696–721; Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books, 105; Paul, P. (2007). Pornified: How Pornography Is Transforming Our Lives, Our Relationships, and Our Families. New York: Henry Hold and Co., 75.
[12] Hilton, D. L., and Watts, C. (2011). Pornography Addiction: A Neuroscience Perspective. Surgical Neurology International, 2: 19; (http://
[13] Angres, D. H. and Bettinardi-Angres, K. (2008). The Disease of Addiction: Origins, Treatment, and Recovery. Disease-a-Month 54: 696–721; Zillmann, D. (2000). Influence of Unrestrained Access to Erotica on Adolescents’ and Young Adults’ Dispositions Toward Sexuality. Journal of Adolescent Health 27, 2: 41–44.
[14] Angres, D. H. and Bettinardi-Angres, K. (2008). The Disease of Addiction: Origins, Treatment, and Recovery. Disease-a-Month 54: 696–721; Berridge, K. C. and Robinson, T. E. (2002). The Mind of an Addicted Brain: Neural Sensitization of Wanting Versus Liking. In J. T. Cacioppo, G. G. Bernston, R. Adolphs, et al. (Eds.) Foundations in Social Neuroscience (pp. 565–72). Cambridge, Mass.: MIT Press.
[15] Paul, P. (2007). Pornified: How Pornography Is Transforming Our Lives, Our Relationships, and Our Families. New York: Henry Hold and Co., 75; Caro, M. (2004). The New Skin Trade. Chicago Tribune, September 19; Brosius, H. B., et al. (1993). Exploring the Social and Sexual “Reality” of Contemporary Pornography. Journal of Sex Research 30, 2: 161–70.
[16] Satinover, J. (2004). Senate Committee on Commerce, Science, and Transportation, Subcommittee on Science, Technology, and Space, Hearing on the Brain Science Behind Pornography Addiction and Effects of Addiction on Families and Communities, November 18.