লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

পর্ণোগ্রাফিতে জমজমাট মার্কেট, ক্ষতিগ্রস্থ যেখানে দর্শকরা।

পর্ন সাইটের সংখ্যা প্রায় ৪.২ মিলিয়ন যা কিনা পৃথিবীর মোট ওয়েবসাইট সংখ্যার ১২%। এ পর্নসাইটগুলোতে প্রতি মাসে ৭২ মিলিয়ন মানুষ ভিজিট করে। প্রতিদিন সার্চ ইঞ্জিনে করা মোট সার্চের এক-চতুর্থাংশ বা ৬৮ মিলিয়ন সার্চই পর্নোগ্রাফিক ম্যাটেরিয়াল দেখার উদ্দেশ্যে করা হয়, যেখানে ৪০ মিলিয়ন রেগুলার ভিজিটরই অ্যামেরিকান[১]।



চ্যাটস্ওর্থ, ক্যালিফোর্নিয়া পৃথিবীর ৮৫% অ্যাডাল্ট কনটেন্ট তৈরী করে। শীর্ষস্থানীয় ফিমেল ট্যালেন্ট এজেন্সিগুলো চ্যাটস্ওর্থ এর আশেপাশে বা মধ্যেই অবস্থিত। অভিজ্ঞ পর্ণ পারফর্মাররা সেখানে কাজের উদ্দেশ্যে আসাযাওয়া করে। প্রায় সব ১৮+ ডিভিডি প্রডাকশন কোম্পানিগুলো চ্যাটস্ওর্থ এ স্থাপিত।
যুক্তরাষ্ট্রে গড়া পর্ণ ইন্ডাস্ট্রি প্রতি বছর ৪,০০০ - ১১,০০০ ফিল্ম প্রডিউস করে এবং বার্ষিক প্রায় ৯ - ১৩ বিলিয়ন ডলার আয় করে[২]। প্রায় ২০০ টি প্রডাকশন কোম্পানিতে ১২০০-১৫০০ জন পারফর্মার রয়েছে। পর্ণ পারফর্মাররা প্রতিটি সুটের জন্য অভিজ্ঞতা অনুযায়ী ৪০০ - ১০০০ ডলার পায়।
এভাবেই প্রতিনিয়ত ব্যাবসা করে চলছে এই দালালেরা। মাঝখানে দাস হচ্ছে ভিউয়ার ও পারফর্মাররা।
[১] truth behind the fantasy of porn by Shelly Luben
[২] pink cross foundation

পর্ণের ব্রেইন ইফেক্ট [ ১ম পর্ব ] পড়ে নিতে ভূলবেন না। Click here