লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

কীভাবে VLC Player ব্যবহার করে ডেস্কটপ ভিডিও তৈরি করবেন





আমরা জানি কি বেশ সহজেই vlc Media Player এর সাহায্য কম্পিউটার এ ভিডিও রেকর্ড করা যাই।  খুবই নিখুঁতভাবে ডেস্কটপের সকল কাজের একটি ভিডিও আউটপুট তৈরি করতে সক্ষম।VLC ডেস্কটপকে ইনপুট ডিভাইস হিসাবে লোড নিতে পারে। VLC র এই ফিচারটির মাধ্যমে এটি একটি Screen Capture সফটওয়্যারে পরিণত হয়ে যায়।


প্রথমে VLC Player open করে Media তে Click করুন, তারপর  Open Capture Device এ Click করুন.



Capture Device  Tab Option থেকে  Capture mode , Desktop  নির্বাচন করুন 

নিজের ইচ্ছামত ফ্রেম রেট মান পরিবর্তন করে নিন |


নিচে Play Button এর  dropdown মেনু  থেকে  Convert select করুন




পরবর্তী  window তে ,  Video – H.264 + MP3 (MP4) এই option টি সিলেক্ট করে নিন |

তারপর Destination file এ click করে নিজের ইচ্ছেমতো জায়গায়  recorded video save
করতে পারবেন.অবশেষে ভিডিও রেকর্ড করতে Start বাটন এ ক্লিক করুন.

 স্টপ বাটন এ ক্লিক করে  ভিডিও রেকর্ডিং বন্ধ করতে পারবেন |