লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

কম্পিউটারে তৈরী করুন কথা বলা প্রোগ্রাম

ভাব নেয়া একজন লোক একদিন তার ল্যাপটপে  কথা বলা প্রোগ্রাম দেখিয়ে আমার এক বন্ধুর মাথা দিল খারাপ করে , দেখা হওয়ার পর থেকেই  জ্বালাতন শুরু এমন একটি কিছু বানিয়ে দেয়ার জন্য । তার সাথে আপনারাও বুঝে নিন মজার এই কাজটি   
পদ্ধতিটা খুবই সহজ  , VBS এক্সটেনশনের ফাইল দিয়েই উইন্ডোজ কম্পিউটারে , কম্পিউটারকে দিয়ে কথা বলানো যায় । কথা কিন্তু হবে ডিকশনারীর টকিং ওয়ার্ড অপশনের মত, শুধু ইংরেজি বর্নের ব্যাবহার করতে হবে । 

VBS হচ্ছে ভিজুয়াল ব্যাসিক স্ক্রিপ্ট । এটিকে মাইক্রোসফট ভিজুয়াল ব্যাসিকের স্ক্রিপ্টিং এডিশন বলা হয়, এই স্ক্রিপ্ট দিয়ে উইন্ডোজ এর অনেক চমৎকার কিছু কাজ করা যায় ,এটি Batch file থেকেও অধিক শক্তিশালী বিবেচনা করা হয় , দেরী না করে শুরু করি তাহলে,

প্রথমেই একটি নোট প্যাড ওপেন করুন 
নীচের কোড টি কপি করে নোট প্যাডে পেস্ট করুন,  

msg=InputBox("Enter Your Speech:")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg

save  করুন নিজের পছন্দ অনুযায়ী নামে , তবে অবশ্যই ফাইলের এক্সটেনশন .vbs দিবেন  অর্থাৎ ফাইলটির নাম যদি দিতে চান ebangla  তাহলে ফাইলটির পুরো নাম হবে ebangla.vbs 
ব্যাস কাজ শেষ  এবার ডাবল ক্লিক করে ফাইল ওপেন করুন  যা টাইপ করবেন আপনার কম্পিউটার তাই পড়ে শোনাবে ।
তো ...... বন্ধুদের সাথে আপনিও এবার ভাব নেয়া শুরু করে দিন 
আর যারা ফাইল এক্সটেনশন নিয়ে সমস্যায় পড়েছেন তারা  HTML এর দ্বিতীয় পর্ব  এর  শুরুর অংশ পড়ে নিতে পারেন ,