লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন সহজেই


ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড

ভিডিও এর জন্য সেরা ওয়েবসাইট হল ইউটিউব , ইমেজ যেমন ব্রাউজার থেকেই ডাউনলোড করা যায় তেমন করে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায় না , অনেকেই  ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যাবহার করে থাকেন, অনেকের কাছে আবার এর ফুল ভার্শন থাকে না , কোন প্রকার এপস বা ডাউনলোডার ছাড়াই ইউটিউবের ভিডিও ডাউনলোড এর নিয়ম দেখেনিন ঝটপট করে এবং নিজের পছন্দের গান বা ভিডিও ডাউনলোড করে ফেলুন মুহুর্তের মধ্যে 
১)  ওয়েবসাইটের সাহায্যেঃ
http://keepvid.com  এ যান , এখানে সার্চ বক্সের মধ্যে আপনার পছন্দের ভিডিও লিংক দিন, নীচে  বিভিন্ন কোয়ালিটির ভিডিও লিস্ট আসবে , যেটি প্রয়োজন ডাউনলোড দিয়ে ফেলুন

২) লিংক চেঞ্জ করেঃ
ইউটিউবের পছন্দের ভিডিও টিতে যান ,লিংকটি শুধু একটু পরিবর্তন করুন  www. এর পরে ss  যুক্ত করুন 
অর্থাৎ www.ssyoutube.com/......
আপনার পছন্দের ভিডিওটির বিভিন্ন কোয়ালিটির ডাউনলোড অপশন চলে আসবে 

৩) এক্সটেনশনের মাধ্যমেঃ
ফায়ারফক্স ব্রাউজারের জন্য www.downloadhelper.net  এড্রেসে গিয়ে একটি এক্সটেনশন নামিয়ে নিন , ভিডিও শুরুর সময় ডাউনলোড  হেল্পার অপশন পাবেন , সেখানেই রয়েছে ডাউনলোড বাটন ।

৪) সফটওয়্যারের মাধ্যমেঃ
youtube by click  নামের  সফটওয়্যার দিয়ে সহজেই ইউটিউবের ভিডিও নামানো যায় 

৫)ডাউনলোডার দিয়েঃ
আইডিএম , ইউটিউব ডাউনলোডার সহ অনেক ডাউনলোডার আছে যা দিয়ে সহযেই ভিডিও ডাউনলোড করতে পারেন, ফ্রী ব্যবহার করতে চাইলে ইগলগেট ডাউনলোডার ও ভাল